ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারবান্ধব বাজেট হচ্ছে বলে আশা করছে এসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৬, ২০১১
পুঁজিবাজারবান্ধব বাজেট হচ্ছে বলে আশা করছে এসইসি

ঢাকা: পুঁজিবজারবন্ধব বাজেট হচ্ছে বলে আশা প্রকাশ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বৃহস্পতিবার বিকেল ৩টায় এসইসির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ আশাবাদ ব্যক্ত করেন।



এসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার লক্ষে বাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ’

অর্থমন্ত্রণালয়, এনবিআর, কেন্দ্রীয় ব্যাংক, দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারা বর্তমান বাজারকে স্থিতিশীল করার জন্য একযোগে কাজ করার পক্ষে সম্মতি জানিয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি এর সুফল অতি শিগগিরই বিনিয়োগকারীরা পাবেন বলে মনে করছে কমিশন।

সাইফুর রহমান বলেন, ‘এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর সিঙ্গেল পার্টি এক্সপোজারের সময় বৃদ্ধি করেছে। এছাড়া বাজার স্থিতিশীল করার লক্ষে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে এসইসি। ’

এসইসির মুখপাত্র বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগ ও প্রয়োজনীয় আইন-কানুন পরিবর্তনসহ বাজার সহায়ক অন্য পদক্ষেপগুলো অচিরেই পরিলক্ষিত হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এসইসি পুনর্গঠন হবে বলে জানিয়েছেন সাইফুর রহমান।

সাইফুর রহমান বলেন, ‘বাজার নিয়ে বিনিয়োগকারীদের কোনো পরামর্শ ও অভিযোগ থাকলে মতিঝিলের এসইসি ভবনের ১৬তম তালায় অভ্যর্থনা কক্ষে লিখিতভাবে দাখিল করতে পারবেন। ’

বর্তমান বাজারে এখনই বিনিয়োগের সঠিক সময় উল্লেখ করে তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন। ’

তিনি জানান, বর্তমান বাজারের পিই অনুপাত ১৫ দশমিক ১১ রয়েছে। যা বিনিয়োগ করার জন্য সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।