ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে চাল বিক্রির দরপত্রে অংশ নেবে পাকিস্তানি ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ২৫, ২০১১
বাংলাদেশে চাল বিক্রির দরপত্রে অংশ নেবে পাকিস্তানি ব্যবসায়ীরা

ঢাকা: বাংলাদেশের কাছে ৫০ হাজার টন চাল বিক্রির দরপত্রে অংশ নেবে বিশ্বের চতুর্থ চাল সরবরাহকারী দেশ পাকিস্তান।

এক চাল ব্যবসায়ীর কাছ থেকে এ তথ্য জানা গেছে।



গত মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় জানায়, নন-বাসমতি চাল কিনতে দরপ্রস্তাব আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে আগামী ৬ জুন পর্যন্ত দরদাতারা তাদের দর প্রস্তাব দিতে পারবেন।

পাকিস্তানের চাল রপ্তানিকারকদের সংগঠন রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান রফিক সোলেমান টেলিফোনে বলেন, ‘বাংলাদেশ খুব শক্ত বাজার। তবে আমরা আমাদের দাম কমানোর চেষ্টা করব। এজন্য আমাদের অতিরিক্ত খাদ্য শস্য থেকে কিছু একটা করতে হবে। ’

গত ১০ মে দেশটির চাল ব্যবসায়ীরা জানান, পাকিস্তানে এখনও সাড়ে তিন লাখ থেকে চার লাখ টন চাল অবশিষ্ট আছে।

আগের বছরের চেয়ে গত এপ্রিলে দেশটির ১৭ শতাংশ চাল রপ্তানি কম হয়েছে। কারণ বন্যায় দেশটির প্রায় ৩শ’ ৩০ কোটি ডলারের খাদ্য শস্য নষ্ট হয়।

সোলেমানের দেওয়া তথ্য মতে, চলতি বছরের ১৫ মে পর্যন্ত পাকিস্তান ২.২৮ মিলিয়ন টন নন-বাসমতি এবং ৯ লাখ ৫৫ হাজার টন বাসমতি চাল বিক্রি করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।