ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসআইবিএলের শেয়ার লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ২৪, ২০১১

ঢাকা: ব্যাংকিং খাতের  সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ২০১০ সালের ঘোষিত শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে মঙ্গলবার জমা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



মঙ্গলবার এ ব্যাংকের শেয়ার সর্বশেষ ২০.৮০ টাকা দরে লেনদেন হয়। ১০ টাকা ফেসভেল্যুর এ শেয়ারের মার্কেট লট ২৫০টিতে। এর বর্তমান প্রাইস আনিং রেশিও (পিই) ১৩। ‘এ’ ক্যাটাগরির এসআইবিএল ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

প্রসঙ্গত, ২০১০ সালের জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বিনিয়োগকারীদের ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।