ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খুলনায় তিন দিনের আবাসন মেলা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১১

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী আবাসন মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। ইভেন্ট টুডে আয়োজনে নগরীর কেডিএ এভিনিউস্থ নিউ হোটেল টাইগার গার্ডেনে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।



আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম হাবিবুর রহমান, মো. ফরিদুল ইসলাম পরিচালক প্রমুখ।

মেলার আয়োজক প্রতিষ্ঠানের সিইও এস.এম হাবিবুর রহমান বাংলানিউকে জানান, মেলাটি সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় খুলনাসহ কুয়াকাটা, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানের প্লট, ফ্ল্যাট এবং স্টুডিও অ্যাপার্টমেন্টের প্রজেক্ট ডিসপ্লেতে রাখা হয়েছে। মেলায় ১০ টি কোম্পানির ২০ টি স্টল রয়েছে।

মেলায় আসা এম অ্যান্ড এম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সেলস্ অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ আসিকুর রহমান বাংলানিউজকে জানান, মেলা উপলক্ষ্যে তারা ১০% ছাড়ে ফ্লাট বিক্রি করছেন। ঢাকা, চট্রগ্রাম ও কক্সবাজারে তাদের প্লাট রয়েছে।

কিংডম হাউজিং লিমিটেডের স্টলের বিক্রয় কর্মকর্তা মো. হামিম আহমেদ বাংলানিউজকে  জানান, ঢাকার কেরানিগঞ্জে তাদের ফ্লাট রয়েছে। মেলা উপলক্ষে তারা ছাড় দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।