ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চাঙ্গা বাজারেও ব্যাংকিং খাতের শেয়ারের দরপতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০
চাঙ্গা বাজারেও ব্যাংকিং খাতের শেয়ারের দরপতন

ঢাকা: চাঙ্গা বাজারেও ব্যাংকিং খাতের শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ব্যাংকিং খাতের শেয়ারের দাম।



এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে দাম বাড়ে মাত্র ১১টির, কমে ১৯টির। এ নিয়ে কয়েকদিন ধরে এ খাতের শেয়ারের দরপতন চলছে। এর আগে সোমবারও এই খাতে বড় ধরনের দরপতন হয়। ওইদিন লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টির শেয়ারের দাম কমে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মূল্য সংশোধনের কারণেই এমনটি হয়েছে।
 
এ ব্যাপারে ডিএসই‘র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাইউদ্দিন আহমেদ খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘গত কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর ব্যাংকিং খাতের শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হচ্ছে। এমনটা হওয়া স্বাভাবিক। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ’
 
মঙ্গলবার ডিএসইতে বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি, সিরামিকস খাতের লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে, এদিন টানা দ্বিতীয় দিনের মতো বাজার মূলধন ও শেয়ার লেনদেনে নতুন রের্কড হয়।

মঙ্গলবার ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ২ লাখ ৯০ হাজার ৩২১ কোটি টাকায় উন্নীত হয়। সে সঙ্গে এ দিন রের্কড পরিমাণ ৯ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫২০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার বাজার মূল্য ১ হাজার ৯৭৪ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা। এটি  আগের দিনের চেয়ে ৩৫৫ কোটি ৮৫ লাখ টাকা বেশি।

এদিন লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে  দাম বাড়ে ১৬১ টির, কমে ৮৫ টির এবং অপরিবর্তিত থাকে ৪ টি কোম্পানির শেয়ার।

সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮৩ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হচ্ছে - বেক্সিমকো লিঃ, সামিট পোর্ট অ্যালায়েন্স, পিপলস্ লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিঃ, লঙ্কাবাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, যমুনা অয়েল, আফতাব অটো ও সামিট পাওয়ার।
 
দর বাড়ায় শীর্ষ ১০টি কো¤পানি ছিলো – ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ফিডিলিটি অ্যাসেট, সামিট পোর্ট অ্যালায়েন্স, আরএন স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুরেন্স লিঃ, পিপলস্ লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিঃ, সিনো বাংলা, ইস্টার্ন ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিকস্ ও বঙ্গজ।

দাম কমায় শীর্ষ ১০টি কো¤পানি হলো - ঢাকা ফিসারিজ, আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, ইস্টার্ন ব্যাংক লিঃ ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক, প্রাইম ১ম আইসিবিএ মিউচুয়াল ফান্ড, ১ম বিএসআরএস ও আইসিবি ১ম এনআরবি।

স্থানীয় সময়ঃ ২০০৮ ঘন্টা ৩ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।