ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ১৯, ২০১১

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ইমাম বাটন ও বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ১১-মার্চ ১১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



ইমাম বাটন : তৃতীয় প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী এ প্রতিষ্ঠানের লোকসান হয়েছে ২৮ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৩.৭৫ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪০ লাখ টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৫.২০ টাকা।

বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস : প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৫৮ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা ও ০.৫৯ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৩ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।