ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সোমবার শুরু হচ্ছে মালেক স্পিনিং মিলসের লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার শুরু হচ্ছে মালেক স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন।

বৃহস্পতিবার ডিএসই’র বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত এক কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেন।
 
এর আগে গত ৬ জুলাই প্রতিষ্ঠানটির আইপিও‘র (ইনিশিয়াল পাবলিক অফারিং) লটারির ড্র বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৫টাকা প্রিমিয়াম নেওয়া হয়েছে। এ কোম্পানির ৫০০ শেয়ারে এক মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।        

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad