ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আইসিবি’র ১৫ মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
আইসিবি’র ১৫ মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: আইসিবি পরিচালিত ১৫টি মিউচ্যুয়াল ফান্ড বৃহস্পতিবার বিকালে একযোগে ২০০৯-১০ অর্থবছরের নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ১৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মূল আইসিবি (ইসভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড) পরিচালিত আটটি এবং অবশিষ্ট সাতটি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এএমসিএল) পরিচালিত।

 

আইসিবি ও আইসিবি’র অ্যাসেট ম্যানেজমেন্টের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আইসিবির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, মহাব্যবস্থাপক দীনা আহসান, মো. খোরশেদ আলম ও ইফতিখার উজ জামান উপস্থিত ছিলেন।  

আগামী ১২ আগস্ট ১৫টি মিউচুয়াল ফান্ডের রের্কড তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
আইসিবি’র জনসংযোগ কর্মকর্তা গোলাম রাব্বানী এবং আইসিবিএএমসিএল কর্মকর্তা মো. শরিফুজ্জামান উভয়ই বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন, ‘দুই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো মিউচুয়াল ফান্ড এর আগে ৪০০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করেনি। আমরাই বাংলাদেশে প্রথম কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ৪০০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করেছি। ’

মূল আিইসিবি পরিচালিত আটটি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৪০০ শতাংশ, ২য় আইসিবি মিউচুয়াল ফান্ড ২০০ শতাংশ, ৩য় আইসিবি মিউটুয়াল ফান্ড ১৪০ শতাংশ, ৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ১২৫ শতাংশ, ৫ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১০০ শতাংশ, ৬ষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ৭৫ শতাংশ, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড ৭০ শতাংশ এবং ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৬৫ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করেছে।

অন্যদিকে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত সাতটি মিউচুয়াল ফান্ডের মধ্যে আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৫০ শতাংশ, আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩৫ শতাংশ, আইসিবি ১ম এনআরবি মিউচুয়াল ফান্ড ৩৫ শতাংশ, আইসিবি ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড ২২ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড ১০ মাসের জন্য ১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়মেন্ট প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ৬ মাসের জন্য সাড়ে ১১ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করেছে।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১২ ঘন্টা ২৯ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।