ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রমজানে টিসিবির মাধ্যমে সারাদেশে পণ্য পাঠানো হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
রমজানে টিসিবির মাধ্যমে সারাদেশে পণ্য পাঠানো হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সব জেলা ও উপজেলায় পণ্যসামগ্রী পাঠানো হবে। এজন্য সারাদেশের আটশ’ ডিলারকে এ কাজে লাগানো হবে।



বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ১১তম টেক্সটেক বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক এক্সপো উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রী ফারুক খান এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘প্রতিবছর রমজানের আগে সংশ্লিষ্ঠ পণ্যের দাম বাড়ে। এতে সাধারণ মানুষের কষ্ট হয়। ’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে পাঁচ-ছয় মাস আগে থেকে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উপলক্ষে ব্যবসায়ীদের জন্য ব্যাংকসুদের হার কমানো হয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয়। ’

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।