ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সহায়তা দেবে ডেনমার্ক

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

ঢাকা: বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডেনমার্কের আলবোর্গ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক আনৈ রেম্মেন। বাংলাদেশ চাইলে ডেনিশ সরকার এ খাতে সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।



মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও জ্বালানির ব্যবহার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ডেনমার্কে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিভিন্ন তথ্য ও চিত্র উপস্থাপন করেন।

অধ্যাপক আনৈ রেম্মেন বলেন, ‘ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে। ’

তিনি বলেন, ‘আমরা বর্তমানে মোট বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পাচ্ছি। ’

২০২০ সাল নাগাদ ডেনমার্ক নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

রেম্মেন বলেন, ‘জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির উৎস কমে আসছে। ভবিষ্যতে তা আরও কমবে। এজন্য ছোট ছোট নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। নইলে জ্বালানি ব্যবহারে সমস্যায় পড়বে উন্নয়নশীল দেশগুলো। ’

এজন্য এসব দেশকে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র শিক্ষক অধ্যাপক শহীদুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশে সৌর বিদ্যুতের চেয়ে বেশি উপকারে আসতো বায়ু বিদ্যুৎ। এজন্য যে তথ্য উপাত্ত দরকার তা আমাদের নেই। তবে আমরা এখনই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারি। ’

 বিশ্বের বিভিন্ন দেশ এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’র নির্বাহী পরিচালক শাহীন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮২৬, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।