ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসিআইয়ের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
এসিআইয়ের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ২০১০ সালের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৫ জুন সকাল ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে।

সমাপ্ত অর্থবছরে কর পরিশোধের পর এসিআইয়ের নিট মুনাফা হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১১.১৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২৩.০৪ টাকা।

বাংলাদেশ সময় : ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।