ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইন্টারনেট স্পিড দ্বিগুন করেছে কিউবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
ইন্টারনেট স্পিড দ্বিগুন করেছে কিউবি

ঢাকা: কোনোরকম বাড়তি বা অতিরিক্ত খরচ ছাড়াই আগের চেয়ে দ্বিগুন গতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করেবে কিউবি।

কিউবির নতুন ও বিদ্যমান সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট এখন পাবেন ৫১২ কেবিপিএস, ৫১২ কেবিপিএস বেড়ে হবে ১ এমবিপিএস এবং ১ এমবিপিএস হবে ২ এমবিপিএস।



বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কিউবির গ্লোবাল মর্কেটিং ডিরেক্টর আলেস্টার জন স্টোন।

সংবাদ সম্মেলনে তিনি সবার জন্য উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবা সহজলভ্য করে তুলতে নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে এ সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে বলেন, কিউবি-ই এদেশে প্রথমবারের মতো মাসিক ৫০০ টাকায় ৫১২ কেবিপিএস ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে। এছাড়া বাংলাদেশে ২০ শতাংশ ব্যান্ডউইথ ট্র্যাফিক পরিচালনা করছে।

বাংলাদেশের গ্রাহকদের সবচেয়ে সহজলভ্য দামে সর্বোচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবা দিতে পেরে গর্বিত বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, কিউবির চিফ মার্কেটিং অফিসার নেহাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ফয়সাল হায়দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।