ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের ৬৪৯ কর্মচারীর চাকরি স্থায়ী হলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
জনতা ব্যাংকের ৬৪৯ কর্মচারীর চাকরি স্থায়ী হলো

ঢাকা : রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডে অস্থায়ী ভিত্তিতে (ক্যাজুয়াল) কর্মরত ৬৪৯ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে।

বুধবার দুপুরে জনতা ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত এসব কর্মচারীদের স্থায়ীকরণ পত্র বিতরণ করেন।



স্থায়ীপত্র বিতরণের পর ড. আবুল বারকাত বলেন, ‘চাকরি স্থায়ী হওয়া কর্মচারীরা এখন থেকে পেনশনসহ ব্যাংকের প্রচলিত সব ধরনের সুবিধা পাবেন। ’

তিনি আরও বলেন, ‘ব্যাংক গার্ড, গোডাউন কিপার, মালি, চালক, ক্লিনার, ঝাড়ুদার, আয়াসহ অন্যান্য পেশায় নিয়োজিত থাকা এসব কর্মচারীদের সাপোর্ট স্টাফ পদে চাকরিতে স্থায়ী করা হয়েছে।

ব্যাংকের সিইও অ্যান্ড এমডি এসএম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ নজিবর রহমান, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, দবির উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ আব্দুর রউফ সরদার, আলহাজ্ব একেএম শাহজাহান কামাল, ড. আরএম দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad