ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তদন্ত কমিটি এমআই সিমেন্টের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে : চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢাকা: পুঁজিবাজার নিয়ে গঠিত তদন্ত কমিটি এমআই সিমেন্টের বিরুদ্ধে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘এ বিভ্রান্তির কারণে পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে এমআই সিমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে।

এভাবে বাধা এলে দেশের অন্যান্য বড় কোম্পানি পুঁজিবাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলবে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ’

এসইসি এমআই সিমেন্টের তালিকাভূক্তির বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

পুঁজিবাজারে এমআই সিমেন্ট তালিকাভূক্ত না হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যন জাহাঙ্গীর আলম। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভূক্তির সব বিধি মেনেই এমআই সিমেন্ট অগ্রসর হয়েছে। ’

সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক আব্দুর রউফ, তালুকদার মোস্তাক হোসেন, নির্বাহী পরিচালক এবি সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত রিপোর্টে এমআই সিমেন্টের বিরুদ্ধে বেশ কিছু ভুল তথ্য দিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, প্রতিদিন ৩ হাজার টন ক্যাপাসিটি প্রকল্পের জন্য প্রস্তাবিত পূঁজি ৩৩৫ কোটি ৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এজন্য প্রতি টনে বিনিয়োগ হবে ১১ কোটি ১০ লাখ টাকা। তদন্ত রিপোর্টের এ তথ্যটি একেবারেই ভুল। ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এ টাকা মোট আটটি খাতে বিনিয়োগের কথা আমরা বলেছি। ৩ হাজার টন ক্যাপাসিটি প্রকল্পের জন্য নয়। এ প্রকল্পের জন্য ১১৬  কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়েছে। ’

অপর দিকে তদন্ত কমিটির রিপোর্টে বেশ কিছু ভুল তথ্যের ব্যখা দেন তিন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘তালিকাভূক্তির ব্যপারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির পক্ষ থেকে বাস্তবসম্মত কোনো শর্ত আরোপ করা হলে তা অবশ্যই বিবেচনা করা হবে। ’

তিনি বলেন, ‘গত ১৮ তারিখ এমআই সিমেন্টের তালিকাভূক্তির ১ মাস বাড়ানোর জন্য এসইসিতে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে এসইসির পক্ষ থেকে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলেও আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।