ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সালভো কেমিক্যালের লেনদেন শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
সালভো কেমিক্যালের লেনদেন শুরু বৃহস্পতিবার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ার সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হচ্ছে বৃহস্পতিবার । ডিএসইর পরিচালনা পর্ষদ এই কম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেওয়ায় দেশের দুই শেয়ারবাজারে এর শেয়ারের লেনদেন শুরু হবে।



কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। মার্কেট লট ৫০০-তে।   কোনো প্রিমিয়াম ছাড়া দুই কোটি ৬০ লাখ  শেয়ার  ছেড়ে  তারা পুঁজিবাজার থেকে ২৬ কোটি টাকা সংগ্রহ করে। প্রাথমিক আইপিওর মাধ্যমে সর্বমোট ৫২ হাজার আবেদনকারী এই কম্পানির শেয়ার বরাদ্দ পেয়েছেন।

জানা যায়, আইপিও প্রক্রিয়া শেষে সালভো কেমিক্যালের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৪০ কোটি টাকায়।   শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ কম্পানির ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যয় করা হবে।

সর্বশেষ হিসাব অনুযায়ী কম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯১ পয়সা। তবে আইপিও শেষে ইপিএস দাঁড়িয়েছে ৮০ পয়সায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।