ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার বাজার কেলেঙ্কারী

তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

ঢাকা: শেয়ার বাজার কেলেঙ্কারীর তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে।
 
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।



মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের
এ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে তা সংক্ষিপ্তাকারে তুলে ধরা হবে। এজন্য তদন্ত প্রতিবেদনের সার সংক্ষেপ এরই মধ্যে তৈরি করা হয়েছে।

এ সারসংক্ষেপে অভিযুক্তদের নামসহ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘তবে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিষয়ে কিছু বলা হবে না। অভিযোগ প্রমাণের জন্য আরও গভীর তদন্তের কথা বলা হবে। ’

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।