ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘সরকার নির্ধারিত দামে মিলছে না একদিনের মুরগি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
‘সরকার নির্ধারিত দামে মিলছে না একদিনের মুরগি’

ঢাকা: একদিনের বাচ্চা মুরগির কেনাবেচার ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রান্তিক পোল্ট্রি চাষীরা।

রোববার জাতীয় প্রেসকাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এ দাবি জানায়।



সাংবাদিক সম্মেলনে বলা হয়, সরকার, বাচ্চা উৎপাদনকারী, মুরগির খাদ্য উৎপাদনকারী ও পোল্ট্রি চাষীদের সমন্বয়ে গঠিত কমিটি গত ১৫ জুন একদিনের ব্রয়লার মুরগির দাম ৩০ টাকা ও লেয়ার মুরগির দাম ৩২ টাকা নির্ধারণ করে। তবে এখন পর্যন্ত এ মূল্যে বাচ্চা সরবরাহ করা হচ্ছে না। বরং কিনতে হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা দরে।

পরিষদের সভাপতি আবদুল বারেক সরকার অভিযোগ করেন, ‘আগে বাচ্চা উৎপাদনকারীরা পোল্ট্রি চাষীদের কাছে বাচ্চা সরাসরি বিক্রি করতেন। বিগত এক বছর ধরে তারা ডিলারের মাধ্যমে সিন্ডিকেট করে উচ্চমূল্যে বাচ্চা কিনতে বাধ্য করছেন। ’

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সধারণ সম্পাদক খন্দকার মো. মহসিনসহ বেশক’জন পোল্ট্রি চাষী।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।