ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জানুয়ারি ১০, ২০১৫
অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশ। শিল্পখাতে শ্রম শক্তির অবদান ২০ শতাংশে উন্নীত হওয়ায় এটা সম্ভব হয়েছে।



শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বর্তমান সরকারের এক বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন’ শীর্ষক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. ফরহাদ উদ্দিন, বেগম পরাগ ও সুষেণ চন্দ্র দাসসহ মন্ত্রণালয়ের অধীন সব কর্পোরেশন-সংস্থার চেয়ারম্যান ও প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, গত এক বছর বিশ্ব অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার ফলে উদ্ভূত সমস্যা মোকাবেলা করে দেশের শিল্পখাতকে কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। ফলে বর্তমানে দেশের শিল্পখাতে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।