ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আনিসুল কবির বিসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আনিসুল কবির বিসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: কাজী এ এস এম আনিসুল কবির ১ জানুয়ারি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।



আনিসুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএসসি ডিগ্রি এবং ২০০৫ সালে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে তিনি ব্যাংকিং পেশা শুরু করেন। কর্মময় জীবনে আনিসুল বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে তার অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।