ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চীনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন প্রায় ১০ বিলিয়ন ডলার

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, ডিসেম্বর ২৯, ২০১৪
চীনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন প্রায় ১০ বিলিয়ন ডলার

ঢাকা: আমদানি বাণিজ্যে চীন বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। তাদের (চীন) সঙ্গে আমাদের ব্যবসায়িক লেনদেন প্রায় ১০ বিলিয়ন ইউএস ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সভাপতি কে এইচ এম শহিদুল হক।



সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে মেডিয়েশন সেন্টার স্থাপনের ঘোষণার সময় তিনি এ তথ্য দেন।

শহিদুল হক আরো বলেন, মেডিয়েশন সেন্টার স্থাপনের বিষয়ে বাংলাদেশ ও চীন উভয় দেশের ব্যাবসায়ী সমাজের কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, চীন ও বাংলাদেশের বাণিজ্য ঘাটতিসহ নানা সমস্যা নিরসনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে চীন ও বাংলাদেশের মধ্যে ট্রেড ডিসপিউট উভয় পক্ষের মধ্যে মেডিয়েশনের মাধ্যমে আদালতের বাইরে থেকে সমস্যা সমাধান করা যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।