ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মোহাম্মদ আলীর স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, ডিসেম্বর ২৮, ২০১৪
মোহাম্মদ আলীর স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে

ঢাকা: রাজধানীর পল্টনের একটি বাড়ি থেকে মোহাম্মদ আলী নামে এক মিষ্টি ব্যবসায়ীর জব্দকৃত ৬১.৫৫ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কারেন্সি অফিসার (মহাব্যবস্থাপক) মো. শহিদুর রহমান স্বর্ণগুলো গ্রহণ করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বাংলানিউজকে স্বর্ণ জমা দেওয়া এ খবর নিশ্চিত করে।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনের এক মিষ্টি ব্যবসায়ী মোহাম্মদ আলির বাড়ি থেকে ৬১.৫৫ কেজি ওজনের ৫২৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।