ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেস্ট ইনডেন্টরস ‍অ্যাওয়ার্ড রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, ডিসেম্বর ২৭, ২০১৪
বেস্ট ইনডেন্টরস ‍অ্যাওয়ার্ড রোববার

ঢাকা: সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশে প্রত্যাবাসনকারী ইনডেন্টিং সংস্থাকে স্বীকৃতি ও সম্মাননা দিতে রোববার (২৮ ডিসেম্বর) ‘বেস্ট ইনডেন্টরস ‍অ্যাওয়ার্ড’র আয়োজন করছে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ১০টায় রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তন ইনডেন্টরস ‍অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।