ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্চে ১০৯০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
মার্চে ১০৯০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

ঢাকা: চলতি অর্থবছরের (২০১০-১১) মার্চ মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এ মাসে রেমিট্যান্স আয় হয়েছে ১০৯০ দশমিক ৪৮৭ মিলিয়ন মার্কিন ডলার।



যা আগের মাসের তুলনায় ১০৩ দশমিক ৫১৭ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

গত অর্থবছরের (২০০৯-২০১০) একই সময়ে রেমিট্যান্স আয় হয়েছিল ৯৫৬ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন্স এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যাংকগুলোর রেমিট্যান্স আহরণের অবস্থান পর্যালোচনা করে দেখা যায়, মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে।

এ ব্যাংকের মাধ্যমে আহরিত রেমিট্যান্সের পরিমাণ ২৮১ দশমিক ১৯১ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় অবস্থানে আছে সোনালী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০৭ মিলিয়ন মার্কিন ডলার।

এরপরই রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০৫ দশমিক ৬৯০ মিলিয়ন মার্কিন ডলার।
 
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৫২ দশমিক ৪৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
 
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০৫ দশমিক ১২০ মিলিয়ন মার্কিন ডলার।

বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ হলো ১৬ দশমিক ৮৩২ মিলিয়ন মার্কিন ডলার।

আর সরকারি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৬ দশমিক শূন্য ৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।