ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নতুন করারোপ না করার আহ্বান ডিসিসিআই’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ডিসেম্বর ২৪, ২০১৪
নতুন করারোপ না করার আহ্বান ডিসিসিআই’র

ঢাকা: নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যবসায়ীদের ওপর নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিসিসিআই অডিটোরিয়ামে সংগঠনের নতুন সভাপতি হোসেন খালেদ সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান।



হোসেন খালেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সরকারের এদিকে নজর দিতে হবে।

সরকারী কর্মকর্তাদের দুই হাজার দু’শকোটি টাকার বেতন কাঠামোকে যুগপোযোগী বলে মন্তব্য করে তিনি বলেন, এতে সরকারি আমলাদের মধ্যে দুর্নীতি কমে যাবে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে বেসরকারি খাতের ওপর কোনো চাপ পড়লে তা মোকাবেলায় প্রস্তত বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।