ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের ১৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিকদের ১৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম: চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শনিবার ১৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোম, মঙ্গল ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত দু’ঘণ্টা করে কর্মবিরতি। ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে কর্মবিরতি।

এছাড়া কর্মবিরতির সমর্থনে রোববার সকাল ১০টায় বন্দর ভবনের গেইটে অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান নেতারা।  

চার দফা দাবির মধ্যে রয়েছে, জরুরি অবস্থার সময় বন্দরের চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের মধ্যে যাচাই-বাছাইকৃতদের পুর্নবহাল, বাই রোটেশন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ, শ্রম বিভাগের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের কল্যাণমূলক ব্যবস্থা পুনরায় চালু এবং বন্ধ করা আবাসিক ভবন খুলে দেওয়া।

উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক সরকার সময় চট্টগ্রাম বন্দর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে চার হাজার শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়। মহাজোট সরকার মতায় আসার পর চাকরিচ্যুতদের মধ্য থেকে প্রায় দু’হাজার শ্রমিককে যাচাই বাছাই করে চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত জানুয়ারি মাসে শ্রমিকদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।