ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পিপলস ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত অর্থবছরের জন্য এর শেয়ার হোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও বাকি পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ।  

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন সাপেক্ষে শেয়ার হোল্ডারদের এ লভ্যাংশ প্রদান করা হবে।

আগামী ১ জুন এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ এপ্রিল। এই তারিখ পর্যন্ত সে সব শেয়ার হোল্ডারের কাছে এ  কোম্পানির শেয়ার থাকবে তারাই এর লভ্যাংশ পাবেন।

২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১১ টাকা।

শেয়ার প্রতি সম্পদমূল্য ১৯.৮৯ টাকা।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad