ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সোমবার লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, গত অর্থবছরের জন্য আরএন স্পিনিং ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি কোম্পানিটি এর শেয়ারহোল্ডারদের জন্য ১(আর):১ হারে রাইট শেয়ার ঘোষণা দেয়। রাইট শেয়ারের জন্য প্রিমিয়াম ধরা হয়েছে ১০ টাকা।

এছাড়া গত অর্থবছরের জন্য পিপলস লিজিং ৭৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।   এ কোম্পানিটিও এর শেয়ারহোল্ডারদের জন্য ১(আর) :২ হারে রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। এর রাইট শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ১৫ টাকা।

এদিকে গত অর্থবছরের জন্য পদ্মা অয়েল  ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদসহ মোট ১০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।