ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে

ঢাকা: সপ্তাহের শুরুতে রোববার দেশের দুই পুঁজিবাজারেই সূচক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয় দেড় হাজার কোটি টাকার বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয় দেড়শ কোটি টাকার উপরে।

পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

এদিন দেশের ডিএসই’তে মোট ২৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এরমধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির দাম।

ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবস থেকে ৫৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪শ’ ৬৯ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন  হয়েছে এক হাজার ৫শ’ ২৪ কোটি টাকারও বেশি।

দাম বৃদ্ধির দশ কোম্পানির মধ্যে প্রথম স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট। এরপর পর্যায়ক্রমে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক, রংপুর ফাউন্ড্রি, ফাইন ফুডস, জিকিউ বল পেন, সায়হাম টেক্সটাইল, বিচ হ্যাচারি, সিএমসি কামাল, ফু-ওয়াং ফুড ও বিডিকম অনলাইন।

দাম কমার দিক দিয়ে দশ কোম্পানি হলো ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিএটিবিসি, রূপালী ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, পিএলএফএসএল, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, ম্যাকসন্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সিমকো ফার্মা ও গোল্ডেন সন।

অন্যদিকে, সিএসই’তে মোট ১৯৮টি কোম্পানির লেনদেন হয়। এরমধ্যে বেড়েছে ১৩৫টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির দাম।

পাশাপাশি সাধারণ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭শ’ ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সার্বিক সূচক ১২৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১শ’ ২০ পয়েন্টে উঠে আসে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১শ ৫৬ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।