ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড এয়ারওয়েজের রাইট শেয়ার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মার্চ ২০, ২০১১
ইউনাইটেড এয়ারওয়েজের রাইট শেয়ার ঘোষণা

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, কোম্পানিটির মূলধন বাড়ানোর জন্য এর পরিচালনা পর্ষদ ১আর:১ হারে রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অর্থাৎ এর শেয়ারহোল্ডাররা একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবেন।

১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু প্রাইস ধরা হয়েছে ২০ টাকা।

আগামী ১৩ এপ্রিল কোম্পানিটির অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।

ইজিএম-এ এর শেয়ারহোল্ডারদের ও পরে সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জের (এসইসি) অনুমোদন সাপেক্ষে পরবর্তী সময়ে রাইট শেয়ারের রেকর্ড ডেট জানানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।