ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’র লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’র লভ্যাংশ ঘোষণা

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েব সাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ এর শেয়ারহোল্ডাররা প্রতি ৪টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন।

এর আগের বছর ২০০৯ সালে কোম্পানিটি ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

আগামী ২১ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। এই তারিখ পর্যন্ত যাদের কাছে এ শেয়ার থাকবে তারাই এর লভ্যাংশ পাবেন।

৩১ ডিসেম্বর ২০১০ সমাপ্ত অর্থবছরে ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৪.৪৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৯৭ টাকা।

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad