ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সুন্দরবনের পক্ষে ইসলামী ব্যাংক

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
সুন্দরবনের পক্ষে ইসলামী ব্যাংক

ঢাকা: প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ কর্মসূচি চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এ উদ্দেশ্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছে ব্যাংকটি।



সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও ভূ-প্রাকৃতিক দৃশ্য সংবলিত ছবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড়, স্কোয়ার, ওভার ব্রিজ, বাসস্ট্যান্ড, গোল চত্বর, অবস্থান ও স্থাপনা সাজানো হয়। সৌন্দর্যবর্ধন কর্মসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, নদী, খাল ম্যানগ্রোভ বন ও সুন্দরী গাছ, পাখপাখালির ছবি ও কাটআউট স্থাপন করা হয়েছে দর্শনীয় স্থানগুলোতে।

উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সকুসিভ স্পন্সর হিসেবে সমগ্র ঢাকা শহরের সৌন্দর্যবর্ধনের কাজ করেছে ইসলামী ব্যাংক। খবর বিজ্ঞপ্তির।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।