ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঋণে সুদের হারের সর্বোচ্চ সীমা ১৩ শতাংশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে কৃষিখাত এবং মেয়াদি শিল্প ঋণখাতে সর্বোচ্চ সুদের হারের সীমা ১৩ শতাংশ বহাল রাখা হয়েছে।

এছাড়া সব ধরনের রপ্তানি ঋণের সুদের হার ৭ শতাংশ এবং চাল গম ভোজ্যতেল (পরিশোধিত ও অপরিশোধিত), ডাল, ছোলা, পেঁয়াজ খেজুর ও চিনি আমদানি অর্থায়নের ক্ষেত্রে সুদের হারের সর্বোচ্চ সীমাও ১২ শতাংশ বহাল রাখা হয়েছে।


 
সার্কুলারে বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নম্বর ৩৩/১৯৮৯ এর মাধ্যমে একটি নমনীয় সুদ হার নীতিমালা প্রবর্তন করা হয়। ওই নীতিমালার আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই সুদের হার নির্ধারণ করতে পারে। পরবর্তী সময়ে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কতিপয় খাতে ঋণে সুদ হারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।