ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে সূচকের স্বাভাবিক উত্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
পুঁজিবাজারে সূচকের স্বাভাবিক উত্থান

ঢাকা: সূচকের স্বাভাবিক উত্থান দিয়ে শেষ হয়েছে বৃহস্পতিবারের পুঁজিবাজারের লেনদেন।

সকাল বেলা লেনদেন শুরু হয় সুচকের উর্ধ্বমুখি প্রবণতা দিয়ে।

তবে প্রথম পাঁচ মিনিট পর  শুরু হয় পতন।

পরবর্তী ২০ মিনিটের মধ্যে ১৬০ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৬০ পয়েন্টে নেমে ৫ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করে। এভাবে লেনদেন শুরুর প্রথম প্রায় এক ঘন্টা সূচক ওঠানামা করে। দুপুর ১২ টা থেকে সূচক স্বাভাবিক গতিতে  উঠতে শুরু করে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে।
 
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৮ পয়েন্টে ও ডিএসআই সূচক ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ৫০৭ পয়েন্টে।

লেনদেন হওয়া মোট ২৫৩টি কোম্পানির মধ্যে ২০৫টি কোম্পানির শেয়ার-দর বাড়ে। বাকি ৪৬টি কোম্পানির শেয়ার-দর কমেছে। দর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির।

তবে মোট শেয়ার ও আর্থিক লেনদেনের পরিমাণ বুধবারের চেয়ে কমেছে।

বৃহস্পতিবার শেয়ারবাজারে মোট আর্থিক লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৬৭ লাখ টাকা কম। বাজার মূলধন ২ লাখ ৫০ হাজার ৬৯৩ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকায় দাঁড়ায়।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো বেক্সিমকো লি., বে-লিজিং, বেক্সটেক্স, পিপলস্ লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লি., বেক্সিমকো ফার্মা, প্রাইম ফাইন্যান্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং, সাউথইস্ট ব্যাংক লি. ও গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।