ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার: উঠানামার ধারায় সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
পুঁজিবাজার: উঠানামার ধারায় সূচক

ঢাকা: বুধবারের পতনের পর বৃহস্পতিবার সকাল থেকে উঠানামার মধ্যদিয়ে প্রথম দু’ঘণ্টা পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। দুপুর ১টায় আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট উপরে অবস্থান করলেও মাঝখানে একবার ১৬০ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল।



দিনের লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ৫০ পয়েন্ট বাড়ে ডিএসইর সাধারণ সূচক। আবার ১১টা ২০ মিনিটে ১৬০ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার ১৮০ পয়েন্টে। এরপর থেকে উঠা-নামার মধ্যদিয়ে দুপুর ১টা ৫ মিনিটে এ সূচক দাঁড়ায় পাঁচ হাজার ৩২১ পয়েন্টে।

প্রথম দু’ঘণ্টা লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৫০টির দর বাড়ে, ৮৮টির কমে আর অপরিবর্তিত থাকে ২টি। মোট আর্থিক লেনদেন হয়েছে ২৩২ কোটি ৮৯ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।