ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এবারও লেনদেনের শীর্ষে লঙ্কাবাংলা সিকিউরিটিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১১

ঢাকা: ফেব্রুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে লেনদেন পরিচালনায় শীর্ষে রয়েছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। আগের দু’মাসের এ অবস্থান এবারও ধরে রেখেছে  প্রতিষ্ঠানটি।



মঙ্গলবার ফেব্রুয়ারিতে বিভিন্ন ব্রোকারেজ হাউসের লেনদেনের তালিকা প্রকাশ করে ডিএসই। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), তৃতীয় আইডিএলসি, চতুর্থ ব্র্যাক ইপিএল ও পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া।

উল্লেখ্য, ব্যাংক এশিয়া ছাড়া বাকি হাউসগুলো তাদের আগের মাসের অবস্থান ধরে রেখেছে। জানুয়ারিতে পঞ্চম হয়েছিল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ।

এর আগে ডিসেম্বরেও লঙ্কাবাংলা সিকিউরিটিজ, আইসিবি, আইডিএলসি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থানে ছিল। ওই মাসে চতুর্থ স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স লিমিটেড সিকিউরিটিজ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।