ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফারইস্ট ইন্স্যুরেন্সের ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১১

ঢাকা: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এক কমিশন বৈঠকে এ ডিড অনুমোদন দেওয়া হয়।



মিউচ্যুয়াল ফান্ড গঠনের প্রথম ধাপে ট্রাস্ট ডিড অনুমোদন নিতে হয়। এরই পরিপ্রেক্ষিতে এ ফান্ডের অনুমোদন দিয়েছে এসইসি। বৈঠকে ফান্ডের পরবর্তী কার্যক্রম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়। এর আকার হবে ১০০ কোটি টাকা।

এসইসি সূত্রে জানা যায়, বর্তমান প্রেক্ষাপটে মিউচ্যুয়াল ফান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও সংখ্যায় অনেক কম তা হচ্ছে না। পড়তি বাজারেও পর্যাপ্ত শেয়ার কিনে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না ফান্ডগুলো। এরই প্রেক্ষিতে এসইসি একের পর এক মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন দিচ্ছে। সম্প্রতি আরও ১১টি নতুন মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন ছাড়া এসব ফান্ডের পরিচালনা পর্ষদের অংশও বাজারে বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এসইসি নতুন এ ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।