ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সোনারগাঁও টেক্সটাইল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১, ২০১১
সোনারগাঁও টেক্সটাইল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। উভয় কোম্পানিই একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১:১) ছাড়বে।


 
মঙ্গলবার এসইসি’র কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে কমিশন সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, সভায় আরও দু’টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি হচ্ছে রংপুর ডেইরি ও অ্যাপোলো হাসপাতালের আইপিও প্রস্তাব বাতিল।

অন্যটি হচ্ছে, কোনও মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ কিংবা বরখাস্ত করতে হলে এখন থেকে এসইসি’র অনুমোদন লাগবে।
 
রাইট শেয়ার প্রদানের অনুমোদনপ্রাপ্ত সোনারগাঁও টেক্সটাইলের সাধারণ শেয়ার সংখ্যা হচ্ছে ১০ লাখ ৯১ হাজার ২০০টি।

প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে ১০০ টাকা ও প্রিমিয়াম ৫০ টাকা। মোট টাকার পরিমাণ হচ্ছে ১৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা।
 
অন্যদিকে, সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট সাধারণ শেয়ার সংখ্যা হচ্ছে ২৯ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৫৭৫টি।

প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে ১০ টাকা। মোট টাকার পরিমাণ হচ্ছে ২৯৮ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।