ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের লেনদেনের ওপর কোনো নজরদারী বা প্রতিবন্ধকতা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
পুঁজিবাজারের লেনদেনের ওপর কোনো নজরদারী বা প্রতিবন্ধকতা নেই

ঢাকা: বাজারের স্বাভাবিক লেনদেনের ওপর সরকার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কিংবা তদন্ত কমিটির কোনো নজরদারি, বাধা-নিষেধ ও প্রতিবন্ধকতা নেই। বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে পুঁজিবাজারে লেনদেন করতে পারেন।



সোমবার বিকেলে এসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান এসইসি কার্যালয়ে এক ব্রিফিং-এ সাংবাদিকদের একথা জানান।

সাম্প্রতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বিনিয়োগকারীদের বিষয়ে এসইসির  পক্ষ থেকে তিনি সাংবাদিকদের আরও জানান, কমিশন ফোর্স সেল থেকে বিরত থাকার জন্য বাজার মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে।

সাইফুর রহমান বলেন, পুঁজিবাজার থেকে শেয়ার কেনার জন্য সরকার এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এবং আইসিবিকে নির্দেশ দিয়েছে। তারা এখন সক্রিয় রয়েছে। কোনো প্রকার গুজবে কান না দিতে বিনিয়োগকারীদের তিনি আহ্বান জানান।

তবে ব্রিফিং এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন তিনি এড়িয়ে যান।


বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।