ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ বিশেষ কৃষিঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

ঢাকা : চলতি অর্থবছরের প্রথম সাড়ে সাত মাসে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ও দুই বিশেষায়িত ব্যাংক (১৭ ফেব্রুয়ারি পর্যন্ত) ৪০ শতাংশ বিশেষ কৃষিঋণ বিতরণ করেছে।

ব্যাংকগুলো ২ শতাংশ হার সুদে অপ্রচলিত কৃষিপণ্য খাতে লক্ষ্যমাত্রার প্রায় ৪০ শতাংশ ঋণ বিতরণ করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থ বছরে (২০১০-১১) রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ও দুই বিশেষায়িত ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) -এর ২ শতাংশ হার সুদে বিশেষ কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৯৬ কোটি ৫ লাখ টাকা।

এর মধ্যে গত জুলাই (২০১০) থেকে এ মাসের ১৭ তারিখ পর্যন্ত ব্যাংকগুলো মোট বিশেষ কৃষিঋণ বিতরণ করেছে ৩৮ কোটি ১০ লাখ টাকা। এটা চলতি অর্থবছরে ছয় ব্যাংকের মোট লক্ষ্যমাত্রার প্রায় ৪০ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পরিমাণ ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষিব্যাংক এবং সবচেয়ে কম ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক।

ব্যাংকওয়ারি ঋণ বিতরণের হিসাবে চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা  ২৮ কোটি ১২ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ৭ কোটি ৪৩ লাখ টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার ২৬.৪৩ শতাংশ।

জনতা ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা  ১৫ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ৬ কোটি টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ।

অগ্রণী ব্যাংকের  ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি ৫৩ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ৮ কোটি ২৩ লাখ টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার ৪০.১০ শতাংশ।

রূপালী ব্যাংকের  ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা  ১ কোটি ৪০ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ৭ লাখ ৯৮ হাজার টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার ৫.৭ শতাংশ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা  ২৫ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার ৫৩.৪৪ শতাংশ।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের  ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৬ কোটি  টাকা। এর বিপরীতে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ২ কোটি ৯৯ লাখ টাকা। এটা ব্যাংকটির নিজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ।     

বাংলাদেশ  সময় : ১৪৪০ ঘন্টা , ২৮ ফেব্রুয়ারি , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।