ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে ফেব্রুয়ারি মাসের রাজস্ব আয় ১১ কোটি ৪৮ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
পুঁজিবাজারে ফেব্রুয়ারি মাসের রাজস্ব আয় ১১ কোটি ৪৮ লাখ টাকা

ঢাকা: পুঁজিবাজার থেকে ফেব্রুয়ারি মাসে রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৪৮ লাখ টাকা। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত মাসের ওই রাজস্ব আয় জমা দিয়েছে।



লেনদেনের ওপর ১০০ টাকায় সরকার ২ পয়সা উৎসে কর পায়। এ হিসেবেই ফেব্রুয়ারি মাসের মোট লেনদেনের ওপর রাজস্ব আয় দিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানাগেছে, চলতি মাসে ডিএসইর মোট আর্থিক লেনদেন হয়েছে ১১ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ ২১ হাজার ৮৭২ টাকা।

জানুয়ারি মাসে ডিএসই সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে ১৮ কোটি ৬৯ লাখ টাকা। যা আগের মাসের তুলনায় ২০ হাজার কোটি টাকা কম।

গত ডিসেম্বরে ডিএসই লেনদেনের ওপর সরকারকে রাজস্ব আয় দিয়েছে ৩৮ কোটি ৭১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।