ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিএটিবিসি’র ৪৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১১

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েব সাইটের মাধ্যমে জানা যায়,  কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১০ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে নগদ ৪৩ টাকা পাবেন।  

এর আগের অর্থবছর ২০০৯ সালে কোম্পানিটি ৩০০ ভাগ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ। এই তারিখ পর্যন্ত যাদের কাছে এ শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

৩১ ডিসেম্বর ২০১০ সালের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২৮৭ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৭.৯৮টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১০৪.০১টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘন্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।