ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ফাইন্যান্স ও আইডিএলসি’র লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
প্রাইম ফাইন্যান্স ও আইডিএলসি’র লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দু’টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দু’টি হচ্ছে প্রাইম ফাইন্যান্স ও আইডিএলসি।



রোববার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে এ বিষয়ে জানানো হয়।

প্রাইম ফাইন্যান্স: পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের ২০১০ সালের জন্য ৮০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইম ফাইন্যান্স‘র পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ২৯ মার্চ কোম্পানির অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এবং পরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অনুমোদিত মূলধন বাড়ানো হবে।
 
প্রাইম ফাইন্যান্স জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানি নিট মুনাফা অর্জন করেছে ১৭২ কোটি ৯৫ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে যথাক্রমে ১৯ টাকা ১৬ পয়সা এবং ৪৩ টাকা ১৪ পয়সা।

কোম্পানির শেয়ারের রেকর্ড তারিখ হচ্ছে আগামী ৭ মার্চ।

আইডিএলসি: পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের ২০১০ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

আইডিএলসি’র প থেকে জানানো হয় যে, আলোচ্য সময়ে কোম্পানি নিট মুনাফা অর্জন করেছে ১৩২ কোটি ৭০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে যথাক্রমে ২২১ টাকা ১৮ পয়সা এবং ৬১৫ টাকা।    

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)‘র তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।  

কোম্পানির শেয়ারের রেকর্ড তারিখ হচ্ছে ১০ মার্চ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।