ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ওয়েব পোর্টাল loneNsavings.com যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

ঢাকা: সব ধরনেরর আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও সঞ্চয় সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি সরবরাহ করতে যাত্রা শুরু করেছে নতুন ওয়েব পোর্টাল loneNsavings.com।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  (ডিআরইউ)’র উদ্বোধন করেন সাবেক সচিব ও বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মুশফিক রহমান।



তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির উৎকর্ষে বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে । মুক্তবাজার অর্থনীতির যুগে ইন্টারনেট এখন মানুষের আর্থিক প্রয়োজনে একে অপরকে ঘনিষ্ঠভাবে যুক্ত করতে মুখ্য ভূমিকা রাখছে।

আর এসব নতুন নতুন ওয়েব পোর্টালগুলো এ ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এরশাদ মজুমদার ও পোর্টালটির সিইও সরদার মোহম্মদ শওগাত উল আলম সুমন।

বাংলাদেশ সময়: ১৬১১, ফেব্রয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।