ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্চে বিএসিআই’র নির্মাণ সামগ্রী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
মার্চে বিএসিআই’র নির্মাণ সামগ্রী মেলা

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি’র (বিএসিআই) উদ্যোগে মার্চে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপি ‘বিএসিআই কনস্ট্রাকশন এক্সিবিশন ২০১১’।

রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে ২৪ থেকে ২৬ মার্চ এ মেলা অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী ফারুক খান মেলার উদ্বোধন করবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

মেলায় অত্যাধুনিক নির্মাণ সামগ্রী প্রদর্শিত হবে। এসব সামগ্রীর সাথে নির্মান কাজে সংশ্লিষ্টদের পরিচয় ঘটানোর জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে বিএসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলার আহবায়ক শেখ মো. রফিকুল ইসলাম জানান, তৃতীয়বারের মত এ মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থাপনা নির্মানে যাতে সংশ্লিষ্টরা অত্যাধুনিক প্রযুক্তির নির্মাণ সামগ্রী ব্যবহার করতে পারেন সেজন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি আফতাবুদ্দিন আহমেদ, শফিকুল হক তালুকদার, চানমোহন সাহা।

বাংলাদেশ সময় ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।