ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহজুড়ে দুই পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ারের দর কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১

ঢাকা: হতাশার মধ্য দিয়ে গত সপ্তাহটি পার করেছে দেশের দুই পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এ সপ্তাহে মোট চার কার্যদিবস লেনদেন হয়।



প্রথম কার্যদিবস বাদে প্রতিটি কার্যদিবসে উভয় পুঁজিবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। সেই সঙ্গে সূচকও কমেছে উল্লেখযোগ্য হারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৬৮ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকার। এর আগের সপ্তাহে যেখানে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ২৯১ টাকা। সপ্তাহের ব্যবধানে  লেনদেন কমেছে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার ১৩২ টাকা। পাশাপাশি সাধারণ সূচক কমেছে ৬০০.৮৪ পয়েন্ট।

টানা তিন কার্যদিবসে ব্যাপক দরপতনের কারণে ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকা টপ সেভেনে চলে আসে।

এ তালিকায় স্থান পাওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল), চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু জুটেক্স, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ও সাব ২৫% কনভারটিবল বন্ডস অব ব্র্যাক ব্যাংক।

গত সপ্তাহে দাম কমার দিক থেকে শীর্ষ দশ কোম্পানি হলো ডাচ-বাংলা ব্যাংক, আরএকে সিরামিক, সিএমসি কামাল, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), জিকিউ বলপেন, সাভার রিফ্র্যাক্টরিজ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, এসিআই লিমিটেড ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়া সবচেয়ে বেশি লেনদেন হওয়া দশ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), বেক্সিমকো লিমিটেড, ইউসিবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংক।

অন্যদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহের ব্যবধানে সাধারণ সূচক কমেছে ১ হাজার পাঁচশ ৬৩ দশমিক ১৩২ পয়েন্ট। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ছিল ১৭ হাজার আটশ ৯৩ দশমিক ৮০৭৭ পয়েন্ট, যা শেষ কার্যদিবসে নেমে আসে ১৬ হাজার তিনশ ৩০ দশমিক ৬৭৫৭ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- বিএটিবিসি, সাফকো স্পিনিং, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স লিমিডেট, বার্জার পেইন্ট, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দাম কমার শীর্ষ দশ কোম্পানি হলো- বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ইসলামী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, ফিনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট ও বিচ হ্যাচারি লিমিটেড।

গত সপ্তাহে লেনদেনের েেত্র এগিয়ে থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইফসিবিএল, সাউইস্ট ব্যাংক, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক ও আফতাব অটোমোবাইলস।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।