ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়ার ৪০ শতাংশ স্টক লভ্যাংশ ও রাইট শেয়ার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
ব্যাংক এশিয়ার ৪০ শতাংশ স্টক লভ্যাংশ ও রাইট শেয়ার ঘোষণা

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০১০ সালের পঞ্জিকা বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ স্টক লভ্যাংশ ও রাইট শেয়ার ঘোষণা দিয়েছে। চারটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে।



ব্যাংক এশিয়ার পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কোম্পানির জরুরি সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ ও রাইট শেয়ার অনুমোদিত হবে। ইজিএম ও এজিএম-এ রাইট শেয়ারের বিষয়টি অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা এসইসি-তে পাঠানো হবে।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে যথাক্রমে ৬৪ টাকা ২৬ পয়সা এবং ২৩৫ টাকা ১২ পয়সা।    
কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ৭ মার্চ।

 

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪ , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।