ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত

ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে বৃহস্পতিবারও অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর পতনের ধারা অব্যাহত রয়েছে।
 
বেলা ১২ টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩০টি কোম্পানির লেনদেন হয়।

এর মধ্যে দাম বেড়েছে ১৫ টির, কমেছে ২১০টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটি কোম্পানির দাম। পাশাপাশি সাধারণ সূচক ১১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শুরুতে ১১ টা থেকে পাঁচ মিনিট পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা লক্ষ্য করা গেছে। কিন্তু ১১টা ৫মিনিট থেকে সূচকের পতন শুরু হয়। মাঝখানে ১১টা ২০ মিনিটে খানিকটা ঘুরে দাঁড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর ১১টা ২৫ মিনিট থেকে ১২ টা ১০ মিনিট পর্যন্ত সূচকের টানা পতন হতে দেখা গেছে।

অপরদিকে, বেলা ১২ টা ২০মিনিট পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১৪৯টি কোম্পানির শেয়ারের। এদের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি সূচক ১১১ পয়েন্ট কমে এক হাজার ৮৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।