ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ বিজনেস ফোরামের সেমিনার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১
থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ বিজনেস ফোরামের সেমিনার শুরু

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার শুরু হয়েছে বিমসটেক ৬ষ্ঠ বিজনেস ফোরামের এক আন্তর্জাতিক সেমিনার।

সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপালের অংশগ্রহণ করার কথা রয়েছে।


 
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ফারুক খান, ভারতের  রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে বিষয়ক প্রতিমন্ত্রী রনজিত পিএন সিং এবং থাইল্যান্ডের ডেপুটি মিনিস্টার অব কমার্স সেমিনারে পৃথক পৃথক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
 
এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী সাতটি দেশ একটি করে কান্ট্রি পেপার এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলাদা একটি করে প্রবন্ধ উপস্থাপন করবে।

সেমিনারে বিমসটেক-এর আওতাধীন দেশসমূহের বাণিজ্যিক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধাসমূহ দূরীকরণে কার্যকর পদপে গ্রহণ, দ্বি-পাকি বাণিজ্য জোরদার ও বৃহত্তর পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, ব্যবসা ও বিনিয়োগ সহায়ক ইস্যুসমূহ উপস্থাপন ও আলোচনা হবে।

সেমিনারে যোগ দিতে বাণিজ্য মন্ত্রী ফারুক খান গতকাল মঙ্গলবার থাইল্যান্ড গেছেন। বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।