ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর ১০ লক্ষ কোটি আসবে বেসরকারি খাত থেকে।

সরকার যোগান দেবে তিন লক্ষ কোটি।

মঙ্গলবার সকালে ঢাকা শেরাটন হোটেলে ‘ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাইন্যান্স ফ্যাসিলিটি’ প্রকল্পের (বিনিয়োগ উৎসাহ এবং অর্থায়ন) দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে পরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়ে গেছে। ১০-১৫ দিনের মধ্যে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাত থেকে অর্থের এতো বড় যোগান দেওয়া ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। এ জন্য ওইসব প্রতিষ্ঠানকে এক্ষেত্রে আরও বেশি দক্ষ হতে হবে।

এটা বাংলাদেশের জন্যও একটা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ।

ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাইন্যান্স ফ্যাসিলিটির প্রকল্পের পরিচালক সীতাংশু কুমার সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর তাহসিন সাইদ, বিশ্ব ব্যাংকের আর্থিক সংক্রান্ত বিশেষজ্ঞ এ কে এম আব্দুলাহ প্রমুখ।

বাংলাদেশ সময়; ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।