ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

`পুঁজিবাজারে পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
`পুঁজিবাজারে পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে’

ঢাকা: বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ অভিযোগ করে বলেছেন, পুঁজিবাজারে পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে।

মঙ্গলবার ‘শেয়ার বাজারে ধস ও লুণ্ঠনের অর্থনীতি’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।



গণসংহতি আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আবুল মকসুদ বলেন, ‘পুঁজিবাজারে এত বড় ঘটনা ঘটার পর সরকারপ্রধান ও তার মন্ত্রীরা সর্বস্বান্ত হওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি একটু সমবেদনা জানালেন না। উল্টো এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপি বলছে এটি আওয়ামী লীগের কাজ। ’

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবেই পুঁজিবাজারে বিপর্যয় সৃষ্টি করা হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলের লোকই জড়িত। ’

জনগণের সঙ্গে সরকার তামাশা করছে মন্তব্য করে সৈয়দ মকসুদ বলেন, ‘গত বিশ বছরে পলিটিক্স করে সর্বস্বান্ত হয়েছেন এমন এমপি মন্ত্রী তো আমাদের চোখে পড়ে না। তাহলে ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী  কেন তাদের পুঁজি হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে নামবে?’

এভাবে চলতে থাকলে বাংলাদেশের অবস্থা লিবিয়া, মিশর ও বাহরাইনের মতো হতে বেশি দিন সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসকাবের সম্মেলনকক্ষে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ গোলটেবিল আলোচনা ও মতবিনিময়সভা শেষ হয় দুপুর দেড়টায়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি’র সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতা আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আহমেদ প্রমুখ।

আনু মুহাম্মদ বলেন, ‘একই ধরনের ঘটনা ১৯৯৬ সালে ঘটেছিল। তখনও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত  রিপোর্ট প্রকাশ করা হয়নি। ’

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আপনাদের সবচেয়ে বড় কাজ হবে ১৯৯৬ ও এ বছর  যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার রিপোর্ট প্রকাশের দাবি করা। তাহলে এর নেপথ্য নায়কদের সম্পর্কে জানা যাবে। ’

রিপোর্ট প্রকাশের জন্য তথ্য অধিকার আইনের আওতায় কর্তৃপক্ষকে চাপ প্রয়োগের পরামর্শ দিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘১৯৯৬ সালে যাদের নাম এসেছে এ বছরও তাদের নাম এসেছে। সুতরাং তদন্ত রিপোর্ট প্রকাশ হলেই প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা  যাবে। ’

পুঁজিবাজার নিয়ে যারা খেলছে তাদের মধ্যে ঘনিষ্ঠ ঐক্য বিদ্যমান মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পুঁজিবাজার কেলেঙ্কারির দায় বিরোধী দলের ওপর চাপালেও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তফা কামাল বলছেন, এটি তার (প্রধানমন্ত্রী) রাজনৈতিক বক্তব্য। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।